নিজস্ব প্রতিবেদক
যশোর হকি লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পেয়েছে মিতালী সংঘ। রোববার শামস্-উল হুদা স্টেডিয়ামে তাদের কাছে ৫-০ গোলে পরাজিত হয়েছে সাজ ক্রীড়া চক্র। এই জয়ে লিগের ‘খ’ গ্রুপের সেরা হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে মিতালী সংঘ। আজ সোমবার ফাইনালে তাদের প্রতিপক্ষ ইয়ুথ স্টার ক্লাব।
ফেভারিটের তকমা নিয়েই মাঠে নেমেছিল চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার মিতালী সংঘ। তাদের গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৩৪ মিনিট পর্যন্ত। তাদের খেলার ধারা পাল্টে যায় বিরতির পর বর্ষিয়ান খেলোয়াড় হাসান রনি মাঠে নামার পর। গোলটি করেন সাকিব। এরপর মিতালীর খেলোয়াড়দের আর বেশি প্রতিহত করতে পারেনি সাজের খেলোয়াড়রা।
৪৭ মিনিটে জসিমের গোলে ব্যবধান দ্বিগুণ করে নেয় মিতালী। এর তিন মিনিট পর আবার ব্যবধান বাড়িয়ে নেয় তারা। গোলটি করেন মনি। ৫৭ মিনিটে দলের হ্যাট্রিক গোল করেন সাকিব। এটি ছিল এ ম্যাচে তার দ্বিতীয় গোল। ম্যাচ শেষের এক মিনিট বাকি থাকতে মিতালী আরও একটি গোল আদায় করে নেয়। এক্ষেত্রে গোলটি করেন এ্যানি।