নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ১৮ বছর পর মাঠে গড়ানো যশোর হকি লিগের শিরোপা নিজেদের করে নিয়েছে ইয়থ স্টার ক্লাব। রানার্সআপ হয়েছে মিতালী সংঘ। সোমাবার যশোর শামস্-উল হুদা স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে পিছিয়ে থেকে শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে প্রথমবারের মত শিরোপার স্বাদ পায় ইয়থ স্টার ক্লাব।
লিগ শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে ক্লাব দুটি শেষ ম্যাচের জন্য দলে অন্তর্ভুক্ত করেন জাতীয় দলের খেলোয়াড়দের। ইয়ুথ স্টার বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলের দলনেতা প্রিন্স, আবেদ ও শুভকে উড়িয়ে আনে। এর পাশাপাশি ছিল উদীয়মান দুই খেলোয়াড় হৃদয় ও জাহিদ।
অন্যদিকে মিতালী ক্লাব কর্মকর্তারা জানান, তারাও জাতীয় দলের তাসিম হোসেন, ওবাইদুল হাসান জয়, রকি ও আমিরুল ইসলামকে দলে ভেড়ান। সর্বশেষ ২০০৪ সালে অনুষ্ঠিত হকি লিগে সর্বোচ্চ সাতটি গোল করেছিলেন খড়কী স্পোর্টিংয়ের হয়ে খেলা আজমল মৃধা। তিনি এদিনের ম্যাচে খেলেছেন ইয়থ স্টারের হয়ে।
ফাইনাল ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যায় মিতালী। পেনাল্টি কর্ণার থেকে গোল করে দলকে এগিয়ে দেন তাসিম হোসেন। তবে দ্বিতীয়ার্ধে একাধিক পেনাল্টি কর্ণার পেলেও তা কাজে লাগাতি পারেনি। সেই সুযোগটি ব্যবহার করেন ইয়থের খেলোয়াড়রা। ৩৩ মিনিটে শাহিনের করা ফিল্ড গোলে সমতায় ফেরে ইয়থ ক্লাব। এরপর ম্যাচের পাঁচ মিনিট বাকি থাকতে জয়সূচক গোলটি করেন হৃদয়। এবারের লিগে সর্বোচ্চ পাঁচটি গোল করেছেন ইয়থ স্টারের শাহিন।
ম্যাচ শেষে যশোরের খেলোয়াড়রা প্রতিবছর লিগ আয়োজনের আকুতি জানান। তাদের চাওয়া প্রতি বছরই যেন হকি লিগ অনুষ্ঠিত হয়।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে যশোর জেলা ক্রীড়া সংস্থার হকি পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি এসএম বদরুদ্দোজার সভাপতিত্বে¡ বিশেষ অতিথি ছিলেন স্যোসাল ইসলামী ব্যাংক লিমিটেডের যশোর শাখার ব্যবস্থাপক মাজহারুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল। আর স্বাগত বক্তব্য রাখেন হকি পরিষদের সম্পাদক মাহমুদ রিবন।