নিজস্ব প্রতিবেদক: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার টাকা আত্মসাতের অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রহিম মোড়লকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার (১৬ মার্চ ) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, তদন্তে করোনা পরীক্ষার টাকা গায়েব করার সত্যতা মিললে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাসপাতালের প্রশাসনিক সূত্রে জানা যায়, সম্প্রতি হাসপাতালের করোনা পরীক্ষার টাকার হিসেবে ব্যাপক গড়মিলের আভাস পাওয়া গেছে। কর্তৃপক্ষের চোখে ধূলা দিয়ে সরকারের মোটা অংকের টাকা গায়েব করার বিষয়টি হাসপাতালের তত্ত্বাবধায়কও অবগত হন। প্রাথমিকভাবে ৮০ হাজার টাকা আত্মসাতের সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে হিসেবে গড়মিলের বিষয়টি আমলে নেন তত্ত্বাবধায়ক।
এর প্রেক্ষিতে হাসপাতালের তত্ত্বাবধায়কের নির্দেশে গত ১২ মার্চ ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন হয়। আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এই সংক্রান্ত চিঠি কমিটির প্রত্যেক সদস্যের কাছে পৌঁছে দেয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে তদন্ত কমিটির একজন সদস্য জানান, করোনা পরীক্ষার টাকা আত্মসাতের বিষয়টি খুবই স্পর্শকাতর একটি বিষয়। অনেক সতর্কতার সাথে বিষয়টি তদন্ত করা হবে। এরপর প্রতিবেদন কর্তৃপক্ষের কাছে জমা দেবেন।