শাহারুল ইসলাম ফারদিন
গরমের শুরুতে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েই চলেছে। রোববার একদিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৬ জন ভর্তি হয়েছেন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। আর গত ১২ দিনে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন প্রায় সাড়ে তিনশত রোগী। এছাড়াও হাসপাতালের আউটডোরে প্রতিদিন ৩০-৫০ জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিচ্ছেন।
মার্চের শুরু থেকে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। চলতি মাসের ১২ তারিখ রোববার পর্যন্ত ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন তিনশ ৪২জন রোগী। আক্রান্ত রোগীদের বেশিরভাগই বয়স্ক ও শিশু। চিকিৎসকদের মতে, হঠাৎ করে গরম চলে আসা, বাইরের অস্বাস্থ্যকর খাবার ও পানীয় গ্রহণ, অপরিচ্ছন্ন খোলা খাবার গ্রহণ, দূষিত এবং অনিরাপদ পানির কারণে ডায়রিয়া রোগী বেড়ে গেছে।
যশোর শহরের রায়পাড়ার বাসিন্দা মাসুম হোসেন মাসু বৃহস্পতিবার রাতে ভর্তি হয়েছেন হাসপাতালে। তিনি জানান, বৃহস্পতিবার সকালে বাসা থেকে বের হওয়ার পর রাস্তার পাশের একটি দোকান থেকে শরবত কিনে খেয়েছিলেন। দুপুর থেকেই তার পেটে ব্যাথা এবং পাতলা পায়খানা শুরু হয়। পাতলা পায়খানা কোনোভাবে না কমায় রাতেই হাসপাতালে চলে আসেন তিনি। তখন তাকে হাসপাতালে ভর্তি করে নেয়া হয়। সদরের নুরপুর গ্রামের আনন্দ সরকার নামের এক শিক্ষার্থী বলেন, শনিবার বিকেলে বন্ধুদের সাথে ফুচকা খেয়েছিলেন, পরে সন্ধ্যা থেকেই পাতলা পায়খানা শুরু হয়।
হাসপাতালের আরএমও আব্দুস সামাদ জানান, সাম্প্রতিক সময়ে তাপমাত্রা বেড়েছে। বেড়েছে বাতাস। এ কারণে দূষণ এবং জীবাণু ছড়িয়ে পড়ছে। ওইসব জীবাণু সুপেয় পানি এবং খাবারের সঙ্গে মিশে পেটে গিয়ে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। এজন্য খাবার ঢেকে রাখা, বাসি ও পচা খাবার না খাওয়া এবং বিশুদ্ধ পানি পান করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়াও প্রতিটি মৌসুমি ফল বা যে কোন ফল হালকা গরম পানিতে ভালো করে ধুয়ে খেতে পরামর্শ দেন তিনি।
হাসপাতালে সদ্য যোগদান করেছেন তত্ত্বাবধায়ক হারুন অর রশিদ। তিনি জানান, প্রতিবছর এ সময়ে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। এজন্য সবাইকে খাদ্যাভ্যাসে সতর্ক থাকতে হবে। ডায়রিয়া মোকাবিলায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে তিনি জানান। ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের বেশিরভাগই বয়স্ক ও শিশু। এসময় তাদের ডায়রিয়া থেকে নিরাপদে থাকার জন্য বিশুদ্ধ পানি খাওয়ার পাশাপাশি রাস্তার পাশের খাবার খাওয়া বাদ দেওয়ার পরামর্শ দেন তিনি।
আরও পড়ুন:বিশ্ব দন্ত দিবসেও মেলেনি পূর্ণাঙ্গ চিকিৎসা
৩ Comments
Pingback: যশোর পৌর মেয়রের মশা নিধন অভিযান উদ্বোধন
Pingback: শালিখায় আগুনে ১০ দোকান পুড়ে ক্ষতি দুই কোটি টাকা
Pingback: মুনাফাখোরদের হাতে উঠবে হাতকড়া