নিজস্ব প্রতিবেদক
যশোর-১ (শার্শা) আসনে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির ও মনোনীত প্রার্থী নিজেও।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত আনুষ্ঠানিক ঘোষণাপত্রে নুরুজ্জামান লিটনের মনোনয়ন দেওয়া হয়েছে। শার্শা উপজেলা বিএনপি সভাপতি জানান, দল থেকে মনোনয়নের চিঠি লিটনের হাতে তুলে দেওয়া হয়েছে এবং শিগগিরই তাকে প্রতীক দেওয়া হবে।
নুরুজ্জামান লিটন বলেন, “দল থেকে আমাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে অনেকের নাম ঘোষণা করা হলেও দল আগেই চূড়ান্ত প্রার্থীর নাম প্রকাশের কথা জানিয়েছিল।”

এর আগে যশোর-১ আসনে কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তিকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল।
মনোনয়ন প্রত্যাশী চারজন একত্রিত হয়ে মফিকুল হাসান তৃপ্তির মনোনয়ন বাতিলের দাবি করেন। তাদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন ও সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু।
শেষ পর্যন্ত দল সিদ্ধান্ত নেয় নুরুজ্জামান লিটনকে যশোর-১ শার্শা আসনের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।
