নিজস্ব প্রতিবেদক
যশোর দ্বিতীয় বিভাগ টায়ার-২ ক্রিকেট লিগ শুরু হয়েছে। সোমবার উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে উদ্বোধনী দিনে দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে ইয়াকুব আলী স্মৃতি খেলাঘর ৯ উইকেটে এসএস ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। দিনের অপর ম্যাচে কপোতাক্ষ ক্রীড়া ও সাংস্কৃতি সংসদ ৬ উইকেটে যশোর ক্রিকেট কোচিং সেন্টারের বিপক্ষে জয় তুলে নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানের কারণে ২০ ওভারে নেমে আসা দিনের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইয়াকুব আলীর অধিনায়ক মাঈনুল আজাদ নিলয়। এসএস ক্রিকেট কোচিং সেন্টার প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০১ রান করে। দলের হয়ে শেষ ব্যাটার মারুফ সর্বোচ্চ ২২ রান করেন। ইহসান ১০ এর বাইরে আর কেউ দুই অঙ্কের স্পর্শ করতে পারেনি। ইয়াকুব আলীর সাইদুল ইসলাম ২২ রানে ৪টি, রনি ১৮ রানে ৩টি ও রাফি ১১ রানে ২টি উইকেট দখল করেন।
১০১ রানের জবাবে ব্যাট করতে নেমে ৭ ওভার ৩ বলেই জয় নিশ্চিত করে ইয়াকুব আলী। ব্যাট হাতে রাফি অপরাজিত ৫৫ রান করেন। রাফির ২৪ বলের ইনিংস ছিল ৭টি চার ও চারটি ছয়ের মার। এছাড়া বোরহান হাসান ২০ বলে ৬টি চারে ২৭ রান করেন। এসএস ক্রিকেট কোচিং সেন্টারেরর মারুফ হাসান একমাত্র উইকেটটি দখল করেন।
দিনের অপর ম্যাচে যশোর ক্রিকেট কোচিং সেন্টার প্রথমে ব্যাট করে ২৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান করে। দলের হয়ে সৌরভ ৪৮ বলে ৬টি চারে সর্বোচ্চ ৪২*, শিশির ৩৩ বলে ২টি চারে ২২ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৪১ রান। কপোতাক্ষ ক্রীড়া সংসদের জ্যোতি শিকদার ২২ রানে ৩টি, তুর্য বিশ্বাস ২০ রানে ২টি, আশরাফুল কবির, শামসুল ফালাক ১টি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে ১৪ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে ১৩৪ লক্ষ্যে পৌঁছে যায় কপোতাক্ষ ক্রীড়া সংসদ। দলের তন্ময় কান্তিু ২৯ বলে ৫টি চার ও ১টি ছয়ে ৩৩, রানা ২৬ বলে ৫টি চার ও ২টি ছয়ে ৩৮ রান করেন। অতিরিক্ত থেকে দলের খাতায় যোগ হয় সর্বোচ্চ ৪৫ রান। বল হাতে যশোর ক্রিকেট ক্লাবের শিশির, সাগর, ইহসান ও জিম একটি উইকেট দখল করেন।
এর আগে সকালে প্রধান অতিথি যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান লিগের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে যশোর জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবালের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপশহর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিতোষ কুমার বিশ্বাস, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির ও কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো।