নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা- চৌগাছা) আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী ডা. তৌহিদুজ্জামান তুহিন। তিনি ১ লাখ ৬ হাজার ৩৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম ছিলেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির। তিনি পেয়েছেন ৭৫ হাজার ৮৮২ ভোট।
রোববার রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।
যশোর-২ আসনে মোট ভোট কাস্টিং হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮৫৭। শতকরা ভোটের হার ৪২.২৩%।
এরআগে সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা। আসনটির ১৭৬ ভোটকেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এছাড়াও, ডাব প্রতিকের আব্দুল আওয়াল পেয়েছেন ১ হাজার ২৪৫, লাঙ্গল প্রতিকের ফিরোজ শাহ ১ হাজার ৯৫০, টেলিভিশন প্রতিকের শামসুল হক ১ হাজার ২০০, ঈগল প্রতিকের এস এম হাবিব ২২২ ভোট পেয়েছেন।