নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডা. তৌহিদুজ্জামান ঢাকা থেকে নিজ এলাকায় আসলে নেতাকর্মীরা হাজারও মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে তাকে বরন করে নেন। বুধবার সকালে যশোর বিমান বন্দরে প্রথমে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে মটর শোভাযাত্রাসহকারে ছাদ খোলা জিপে নৌকার মাঝি ডা. তৌহিদুজ্জামানকে চৌগাছা-ঝিকরগাছায় নেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, সহসভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষীসহ দুই উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং যুব লীগ, যুব মহিলা লীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি।
চৌগাছায় তিনি বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ঝিকরগাছায় গিয়ে উপজেলা মোড়ে বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য দেন। এসময় তিনি বলেন, আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আমার উপর আস্থা রেখেছেন। আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আমি এলাকায় অনেক আগে থেকেই সমাজসেবায় নিয়োজিত ছিলাম। আগামীতে বৃহৎ পরিসরে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের মধ্য দিয়ে আলোকিত ঝিকরগাছা-চৌগাছা উপহার দিবো।