বাগআঁচড়া প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ ঝিকরগাছা-চৌগাছা আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে মতবিনিময় করেছেন ডা. তৌহিদুজ্জামান তুহিন ।
বুধবার বিকেলে শংকরপুর ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম জালাল উদ্দীনের বাগআঁচড়াস্থ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কয়েকশ কর্মী সমর্থক এ মতবিনিময় সভায় অংশ নেন। মতবিনিময় সভায় সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক উন্নয়নের চিত্র তুলে ধরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে আবারও নির্বাচিত করার জন্য অনুরোধ জানান তিনি। একই সাথে তিনি এবারের নির্বাচনে আওয়ামী লীগের একজন মনোনয়ন প্রার্থী বলে উপস্থিত নেতাকর্মিদেরকে অবহিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পৌর যুবলীগের আহবায়ক ইকরামুল হক, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আনিছুর রহমান, বীর মুুক্তিযোদ্ধা মকবুল হোসেন, এ্যাড. ড. আক্তারুল কবীর, ১০ নং শংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান ধাবক, সাবেক ছাত্রলীগ নেতা কবিরুজ্জামান মিঠু, শংকরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আসানুর রহমান প্রমুখ।