নিজস্ব প্রতিবেদক
যশোর-৩ আসনে বিকল্পধারার প্রার্থী মারুফ হাসান কাজল কুলা প্রতীকে ভোট প্রার্থনা করে বাড়ি বাড়ি ছুটে যাচ্ছেন। সকাল থেকে রাত পর্যন্ত শীত উপক্ষো করে প্রচার-প্রচারণা করছেন। বিতরণ করছেন লিফলেট।
যশোর-৩ আসনে নির্বাচনের মাঠে রয়েছেন মোট ৮ জন প্রার্থী। এরমধ্যে বিকল্পধারা প্রার্থী মারুফ হাসান কাজল ভোট করছেন দলীয় প্রতীক ‘কুলা’ নিয়ে। ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই প্রচারণা বাড়ছে মারুফ হাসান কাজলের কুলা প্রতীকের। তিনি যেখানেই যাচ্ছেন সাধারণ মানুষ তাকে সাহস দিচ্ছেন।
বিকল্পধারার প্রার্থী মারুফ হাসান কাজল বলছেন, সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। ক্ষমতাসীন দলের দুই প্রার্থীর ঠেলাঠেলির মাঝে ভোটাররা তার ‘কুলা’ মার্কায় ভোট দিবেন।
যশোর সদরের আমদাবাদ গ্রামের শাহিনুর রহমান বলেন, তাদের এলাকায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। আওয়ামী লীগের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর পাশাপাশি প্রচার-প্রচারণা করছেন বিকল্পধারা প্রার্থী মারুফ হাসান কাজল। নির্বাচন ঘিরে কর্মী-সমর্থকরা উচ্ছ্বাসে মেতে উঠেছে।
এদিকে গত দুদিন তিনি চাঁচড়া, নরেন্দ্রপুর ও চুড়ানকাটি ইউনিয়নে গণসংযোগ করেছেন। আজ বুধবার যশোরের লেবুতলা, খাজুরা এলাকায় কুলা প্রতীকের ভোট চেয়ে শুভেচ্ছা বিনিময় ও লিফলেট বিতরণ করেছেন মারুফ হাসান কাজল।
তিনি বলেন, জনগণ আমার আপনজন। সাধারণ মানুষের সাথে আমার উঠাবসা। যেখানে যাচ্ছি সেখানেই ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণ ভোট দিয়ে ইনশাআল্লাহ কুলা প্রতীককে বিজয়ী করবে।
প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি যশোরসহ সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপক্ষে করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
