নিজস্ব প্রতিবেদক
যাত্রীসেবার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে যশোরের লিটন ট্রাভেলস। বুধবার যশোরস্থ শেখ হাসিনা সফটওয়্যার পার্কে বেলুন উড়িয়ে এবং কেক কাটার মধ্য দিয়ে পরিবহনটির যাত্রা শুরু হয়। কলকাতা-ঢাকা রুটে পরিবহনটির বাস চলাচল করবে।
গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে পরিবহনটির সত্ত্বাধিকারী ফাতেমা আনোয়ার উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ব্যবসা নয় যাত্রীদের মানসম্মত ও নিরাপদ সেবা দেওয়া আমাদের লক্ষ্য। যে লক্ষ্য নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে, সেই লক্ষ্য নিশ্চিত করাই হবে আমাদের প্রধান দায়িত্ব। এ রুটে আপাতত ১০টি পরিবহন চলবে। আগামীতে এ সংখ্যা আরো বাড়ানো হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর পৌরসভার প্যানেল মেয়র মোকসিমুল বারী অপু, কাউন্সিলর রাশেদ আব্বাস রাজ, সাইদুর রহমান রিপন, সাবেক কাউন্সিলর আজিজুল ইসলাম প্রমুখ।
পরে অনুষ্ঠানের উদ্বোধক পবিত্র কাপুড়িয়া কেক কেটে এবং বেলুন উড়িয়ে লিটন ট্রাভেলসের শুভ উদ্বোধন করেন। এসময় লিটন ট্রাভেলসের চালকের হাতে প্রথম চাবি তুলে দেয়া হয়। উদ্বোধনের পর বেলা সাড়ে ৩ টায় ও রাত সাড়ে আটটায় বেনাপোল থেকে দুটি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।