কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: রমজান ও ঈদকে সামনে রেখে খুলনা-কুষ্টিয়া মহাসড়কে চাঁদাবাজি রোধ ও যানজট নিরসনে কঠোর পদক্ষেপ নিচ্ছে বারোবাজার হাইওয়ে পুলিশ। সরেজমিনে দেখা যায়, ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষকে নিরাপদে বাড়ি ফিরতে মহাসড়ক যানজটমুক্ত ও দুর্ঘটনা প্রতিরোধে শৃঙ্খলা রক্ষাসহ চুরি-ছিনতাই রোধে হাইওয়ে পুলিশের টহল কার্যক্রম জোরদার রয়েছে। তারা উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে তিন চাকার পরিবহন মহাসড়কে উঠতে না দেওয়াসহ স্পিডগানের মাধ্যমে দুর্ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণ করছে।
মহাসড়কে অভিযানে উপস্থিত বারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাহ্ উদ্দিন গণমাধ্যমকে বলেন, পবিত্র রমজান ও আসন্ন ঈদকে কেন্দ্র করে সড়কে চাঁদাবাজি রোধে তারা কাজ করছেন। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া যানবাহন তল্লাশির নামে পুলিশি হয়রানি বন্ধের পশাপাশি মহাসড়কে চলাচলকারী কোনো গাড়ির তথ্য ছাড়া থামাবেন না। ঈদে মানুষ যাতে যানজট মুক্ত মহাসড়ক দিয়ে স্বাভাবিকভাবে বাড়ি ফিরতে পারে এবং পণ্যবাহী গাড়ি থেকে চাঁদাবাজি বন্ধ করতেই কাজ করছে বারোবাজার হাইওয়ে থানা পুলিশ।
তিনি বলেন, পুলিশ সদস্যদের নির্দেশনা দেয়া হয়েছে চাঁদাবাজি ঠেকানোর পাশাপাশি প্রয়োজন ছাড়া পণ্যবাহী কোন ট্রাক আটকে যেন চেক করা না হয়। এছাড়াও রাতে মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে তারা।
তিনি আরও বলেন, কোনো পরিবহন মালিক-শ্রমিক বা অন্য কোনো সংস্থা এবং পুলিশবাহিনীর সদস্য চাঁদাবাজি বা মাসোহারা আদায়ের সঙ্গে সম্পৃক্ত হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।