কল্যাণ ডেস্ক
গ্রামের অর্থনীতি পাল্টে গেছে; যারা একবেলা ভাত খেতে পারতো না, তারা চারবেলা খায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আরও জানান, আগে হাটবারের (যেদিন হাট বসে) বাইরে কিছু পাওয়া যেত না। এখন সুপার মার্কেট হয়েছে।
শুক্রবার (১৭ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, “আমাদের গ্রামের বাজার পাটগাতি (টুঙ্গিপাড়া উপজেলার ইউনিয়ন) থেকে ঈদের আগে ২০০ ফ্রিজ বিক্রি হয়েছে। গ্রামীণ অর্থনীতি যত বেশি মজবুত হচ্ছে, শিল্প কলকারখানা বাড়ছে।”
দেশের অর্থনীতিবিদদের উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, “অর্থনীতির সূক্ষ্ম ও জটিল বিষয়াদি আপনাদের মতো আমি বুঝি না। এতটুকু বুঝি কীভাবে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হয়। কীভাবে মানুষের উপকার হবে।”
তিনি আরও বলেন, “আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকেই আমি এটা শেখেছি। তিনি তো বেশিরভাগ সময়ই জেলে থাকতেন। যতক্ষণ বাইরে থাকতেন, আমাদের সঙ্গে গল্প করতেন- কীভাবে তিনি দেশের মানুষের জন্য কাজ করতে চান, কীভাবে গ্রামগুলোকে সাজাবেন।”
প্রধানমন্ত্রী অর্থনীতিবিদদের স্থানীয় বাস্তবতা বিবেচনা করে নীতি, পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়নের আহ্বান জানান। তিনি বলেন, “আপনাকে বিদেশিদের কাছ থেকে সমস্ত পরামর্শ শুনতে হবে না। হ্যাঁ, আমরা তাদের কাছ থেকে শিখব, কিন্তু নীতি ও কর্মসূচি তখনই কার্যকর হবে যখন জনগণের চাহিদার কথা মাথায় রেখে পরিকল্পনা করা হবে।”
শেখ হাসিনা জানান, জনগণের ভাগ্য পরিবর্তন করে বাংলাদেশকে উন্নত করাই তার লক্ষ্য। বাংলাদেশ এরই মধ্যে উন্নয়নের যাত্রায় অনেক এগিয়েছে বলে মনে করেন তিনি।
করতালিমুখর পরিবেশে শেখ হাসিনা বলেন “ইনশাআল্লাহ, আমরা এখন যেভাবে এগিয়ে যাচ্ছি সেভাবে অগ্রসর হব। যত বাধাই আসুক না কেন আমরা সব বাধা অতিক্রম করতে সক্ষম হব।”
দুই দিনব্যাপী দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বিইএ সভাপতি অধ্যাপক আবুল বারকাত। স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ড. জামালউদ্দিন আহমেদ। আর ধন্যবাদ জ্ঞাপন করেন বিইএ সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আয়নুল ইসলাম।