সদর উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক
যশোরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় অব্যাহত রেখেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার তিনি সদর উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে অমিত বলেন, বিএনপি বিশ্বাস করে বাংলাদেশ নামক ভূখন্ডে আমরা যারা বসবাস করি আমাদের সকলের একটি পরিচয় আমরা বাংলাদেশী। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলে ভাই ভাই। তাই এখানে যারা হিন্দু তাদের দুর্বল ভাবার কোন সুযোগ নেই। এই মাটিতে তরিকুল ইসলামের সন্তান হিসেবে আমার যতটুকু অধিকার রয়েছে, আপনার (সনাতন ধর্মাবলম্বী) সন্তানের ঠিক সমান অধিকার রয়েছে। তাই আপনাদের সন্তানদের দুর্বল ভাবার কোন কারণ নেই। বিএনপি সব সময় সর্বত্তোভাবে আপনাদের পাশে আছে। এটি নিছক কোন রাজনৈতিক কিংবা নির্বাচনকে সামনে রেখে কোন মনগড়া কথা নয়। আমাদের রাজনীতি হচ্ছে জনগণের সাথে এবং পাশে থাকবার। আমরা রাষ্ট্র পরিচালনার সময় ঠিক যেভাবে জনগণের বিপদ আপদে কিংবা সংকটে তাদের পাশে থাকি। রাষ্ট্র পরিচালনার বাইরে থাকলেও একইভাবে জনগণের পাশে থাকি। তাই বিএনপির একজন কর্মী অবশিষ্ট থাকতে কেউ সনাতন ধর্মাবলম্বীদের কারও প্রতি আঙুল তোলার সাহস পাবে না। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব নির্বিঘ্ন এবং আনন্দমুখর করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। সকলের সহযোগিতায় আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শেষ হবে এমন আশাবাদ ব্যক্ত করেন অনিন্দ্য ইসলাম অমিত।
এদিন অনিন্দ্য ইসলাম অমিত সদর উপজেলার লেবুতলা, ইছালি, ফতেপুর, নরেন্দ্রপুর, রামনগর, চাঁচড়া, আরবপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এসময় মন্দির কমিটির নেতৃবৃন্দ অনিন্দ্য ইসলাম অমিতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য কাজী আজম, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার সদস্য সচিব নির্মল কুমার বিট, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।
