পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার দুই কৃতি সন্তান যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি প্রাপ্ত দুই কর্মকর্র্তা হলেন ড. সাবিনা ইয়াসমিন মালা ও ড. শেখ মনিরুজ্জামান। ২ নভেম্বর বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্দ্ধতন নিয়োগ-১ অধিশাখার উপ-সচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়। দুই উর্দ্ধতন কর্মকর্তার মধ্যে ড. সাবিনা ইয়াসমিন মালা তৎকালীন গদাইপুর ও বর্তমান পৌরসভার সরল গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা শেখ মাহতাব উদ্দীন মনি মিয়া ও মরহুমা সালমা বেগম’র মেয়ে। বর্তমানে তিনি খাদ্য মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে কর্মরত রয়েছেন। ইতোমধ্যে তিনি দুই বার জনপ্রশাসন পদক, মহাকবি মাইকেল মধুসূদন পদক ও দখিনা পদক সহ একাধিক সম্মাননা লাভ করেছেন।
অপরদিকে ড. শেখ মনিরুজ্জামান পৌরসভার বাতিখালী গ্রামের প্রয়াত সহকারী অধ্যাপক শেখ সানা উল্লাহ ও রাবেয়া বেগম’র ছেলে। বর্তমানে তিনি অর্থ মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে কর্মরত রয়েছেন। এদিকে এলাকার পদোন্নতি প্রাপ্ত দুই যুগ্ম সচিবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, শিব্সা সাহিত্য অঙ্গন ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সুরাইয়া বানু ডলি, সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ সরকার প্রমুখ।
সর্বশেষ
- ৫ দফা দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
- শার্শার গোগায় উঠান বৈঠকে তারেক রহমানের বার্তা পৌছে দিলেন তৃপ্তি
- সবজিতে কিছুটা স্বস্তি, ঘোষণার আগেই তেলের দাম বৃদ্ধি
- জাতীয় যুবশক্তি যশোর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত
- নড়াইলে পচকের মামলায় সাজাপ্রাপ্ত বিছালী ইউপি চেয়ারম্যান গ্রেফতার
- ক্রিকেটারদের দিয়ে দলাদলি করানো খুবই দুঃখজনক: ক্রীড়া উপদেষ্টা
- এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের মাঝামাঝি
- দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হলো সোহেল তাজকে