নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইসিটি বিডি কেস নং – ১০/২০১৮ সংক্রান্তে যশোর জেলার বাঘারপাড়ার থানার প্রেমচারা গ্রামের ওসি রাজাকার খ্যাত রাজাকার আমজাদ হোসেন মোল্লা গংদের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা হিসেবে গতকাল স্বাক্ষ্য প্রদান করেন তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক খান বিপিএিম পিপিএম (বার)।
তদন্ত কর্মকর্তার সাক্ষ্য প্রদানের মধ্য দিয়ে এ মামলায় রাষ্ট্রপক্ষ তাদের সাক্ষ্য প্রদান কার্যক্রম শেষ করলো। এখন আসামিপক্ষের জেরা শেষ হলেই মামলাটির রায় ঘোষণা করা হবে। আগামী ২৭ জুন তদন্ত কর্মকর্তাকে আসামি পক্ষের জেরার জন্য দিন নির্ধারণ করা হয়েছে। ওই দিনের পর যেকোন দিন মামলাটির রায় ঘোষণা করা হতে পারে। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন জানান, রায়ে আমজাদ হোসেন মোল্লা গংয়ের সর্বোচ্চ শাস্তি দেবেন আদালত। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করছেন গাজী তামিম।