নিজস্ব প্রতিবেদক
যশোরে পাওনা টাকা চাওয়ায় ফয়সাল হোসেন নামে এক যুবককে অপহরণ ও মারপিটের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। গত বুধবার অপহৃতের পিতা সদরের নরেন্দ্রপুর গ্রামের আনোয়ার হোসেন এ মামলা করেছেন। বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য কোতোয়ালি থানার ওসিকে আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, নরেন্দ্রপুর গ্রামের হারুন হোসেনের দুই ছেলে জুয়েল হোসেন ও জাকির হোসেন, জাকির হোসেনের ছেলে মাহিম হোসেন এবং মোকলেচ হোসেনের ছেলে বাবু।
মামলার বিবরণে জানা গেছে, আনোয়ার হোসেন টিউবওয়েল মিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করেন। জুয়েল হোসেনের কাছে তিনি ২০ হাজার টাকা পেতেন। টাকা না দিয়ে ঘোরাতে থাকে। পাওনা টাকা পরিশোধের তাগাদা দেয়ায় আসামি জুয়েল ক্ষিপ্ত হয় আনোয়ার হোসেনের উপর। এই ঘটনার জের ধেরে গত ১৯ নভেম্বর সন্ধ্যায় আনোয়ার হোসেনের ছেলে ফয়সাল হোসেনকে নরেন্দ্রপুর রাস্তার খাঁ’বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে যায় আসামিরা। এরপর জুয়েলের বাড়িতে আটকে রেখে মরপিট ও কাইচি গরম করে তার গায়ে ছ্যাক দেয়। গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়লে ফয়সাল হোসেন পালিয়ে বাড়ি চলে যায়। গুরুতর আহত ফসলাকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে এই ঘটনায় থানায় অভিযোগে দিলে তা রেকর্ড না হওয়ায় তিনি আদালতে এই মামলা করেছেন।