নিজস্ব প্রতিবেদক
যশোরে শহরের মণিহার মোড়স্থ সিএনজি স্ট্যান্ডের সামনে বাপ্পী রহমান ভিকি (২০) নামে এক যুবককে গতিরোধ করে ছুরিকাঘাত করে নগদ ২৩ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে প্রতিপক্ষরা। এ ঘটনায় মঙ্গলবার দিবাগত গভীর রাতে আহত যুবকের পিতা যশোর শহরের বেজপাড়া তালতলা সাদেক দারোগার মোড় এলাকার লুৎফর রহমান থানায় মামলা দিয়েছেন। মামলায় আসামি করা হয়েছে, শহরতলীর নীলগঞ্জ সাহাপাড়ার সাইদুল ইসলামের ছেলে মৃদুল ও শহরের বারান্দী মোল্যাপাড়ার মৃত রোস্তাম শেখের ছেলে আজিজুলসহ অজ্ঞাতনামা ২/৩ জন। পুলিশ আজিজুলকে গ্রেফতার করে ১ ফেব্রুয়ারি আদালতে সোপর্দ করেছে।
লুৎফর রহমান মামলায় উল্লেখ করেন, তার ছেলে বাপ্পী রহমান ভিকি পড়াশুনা করে। গত ২৯ জানুয়ারি যশোর শহরের বকচরে কাজ শেষে মোটরসাইকেল যোগে শহরের আরএন রোডে মোটর পার্টস কেনার জন্য যাওয়ার পথে মণিহার মোড়স্থ সিএনজি স্ট্যান্ডের সামনে পৌছালে প্রতিপক্ষরা তার পথরোধ করে। এ সময় চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে মোটর সাইকেল থেকে ভিকিকে নামিয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করে। তার কাছে থাকা ২৩ হাজার টাকা কেড়ে নেয়।
আরও পড়ুন: বেনাপোলে সাড়ে ১৩ লাখ টাকা ও মাদকসহ যুবক আটক