নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শা সীমান্তে তল্লাশি চালিয়ে চয়ন হোসেন নামে এক যুবকের শরীর থেকে ৭০ লাখ টাকা মূল্যের ৬টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ সময় ওই যুবককেও আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক পাচারকারী চয়ন শার্শা উপজেলার গোগা কাজিপাড়া গ্রামের নুরুজ্জামানের ছেলে।
রোববার (২১ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ২১ ব্যাটালিয়নের গোগা বিওপির সুবেদার হারুনুর রশিদ।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, আজ স্বর্ণের একটি চালান ভারতে পাচার করছে পাচারকারীরা। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে রাতে সন্দেহভাজন যুবক সীমান্তের দিকে প্রবেশের সময় তাকে গোগা বিদ্যুৎ অফিসের সামনে থেকে ধরা হয়।
এ সময় সে স্বর্ণ পাচারের কথা অস্বীকার করলে তার শরীর তল্লাশি করে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের চালানটি যশোর ট্রেজারিতে এবং আসামিকে পুলিশে সোপর্দ করা হবে।