নিজস্ব প্রতিবেদক
জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার যশোরে একটি বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এ আয়োজনটি অনুষ্ঠিত হয় শহরের লালদীঘি পাড়স্থ লীয় কার্যালয়ের সামনে, যেখানে জেলা যুবলের সভাপতি তমাল আহমেদ ও সাধারণ সম্পাদক আনছারুল হক রানা তত্ত্বাবধানে যুবদলের বিভিন্নস্তরের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এই কর্মসূচিতে প্রায় তিন শতাধিক মানুষ ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করেন। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি, অর্ধশত মানুষ রক্তদান করেন, যা স্থানীয় সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে কাজ করেছে। এ ধরনের উদ্যোগকে যুবলের সামাজিক দায়িত্ববোধের পরিচয় দেয় এবং সংগঠনের প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি করে। যুবলের নেতারা জানান, ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ উদ্যোগের মাধ্যমে যুবদল আবারও প্রমাণ করেছে, তারা শুধু রাজনৈতিক সংগঠন নয়, বরং মানুষের সেবায় নিয়োজিত একটি সামাজিক শক্তি।