নিজস্ব প্রতিবেদক
যশোর পৌর এক নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি ও মারপিটের ঘটনা ঘটেছে। একই ওয়ার্ডের বিএনপি-যুবদলের কয়েক নেতার নেতৃত্বে শহরের মণিহার এলাকায় এমন ঘটনা ঘটানো হয়েছে বলে গতকাল তিনি কোতোয়ালি থানায় লিখিতভাবে জানিয়েছেন। ভুক্তভোগী রবিউল ইসলাম সিটি কলেজপাড়ার হুমায়ুন কবীরের ছেলে।
অভিযুক্তরা হলেন, শহরের বারান্দী মোল্যাপাড়ার বাসিন্দা এবং পৌর এক নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক লাভলু, যুগ্ম সম্পাদক রশিদ, প্রচার সম্পাদক পলু ও যুবদলের সাধারণ সম্পাদক সোহানুর রহমান জাহিদ।
রবিউল অভিযোগে বলেছেন, অভিযুক্তরা সুবিধাবাদী প্রকৃতির লোক। যখন যে দল ক্ষতায় আসে তখন সেই দলেরই নেতা বনে যান। আওয়ামী সরকারের আমলে তারা আওয়ামী লীগেরই নেতা ছিলেন। ক্ষমতার পট পরিবর্তনের পর এখন তারা বিএনপির নেতা বনে গেছেন। ফলে তারা এলাকায় বিভিন্ন ধরণের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘অন্যায়ের প্রতিবাদ’ প্রতিবাদ স্বরুপ একটি পোস্ট করেন রবিউল ইসলাম। এতে তারা বেপরোয়া হয়ে ২২ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে মণিহার সিনেমা হলের পূর্বগলিতে তার নিজস্ব সাদিয়া ডটকম নামক ব্যবসা প্রতিষ্ঠানে এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিট করে। এসময় তারা ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে আমার দোকান বন্ধ করে দিবে এবং প্রকাশ্যে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। তাদের হুমকিতে রবিউল আতংকিত। যে কোন সময় তারা খুন, জখম করাসহ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করতে পারে বলে আশংকা করছেন। এ ব্যাপারে তিনি কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন।