নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামানের কিল ঘুসিতে আহত হয়েছেন শওকত হোসেন (৩১) নামে এক ইজিবাইক চালক। আহত ইজিবাইক চালককে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৫ জানুয়ারি (মঙ্গলবার) বিকেলে রূপগঞ্জ বাজারে লাইব্রেরীর গলিতে এ ঘটনা ঘটে।
ঘটনার দিনে বিকালে ইজিবাইক চালক শওকত হোসেন বাংলাদেশ লাইব্রেরির সামনে ইজিবাইকে ভূষিমাল তোলার সময় জেলা যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামানেরর ব্যক্তিগত গাড়িকে সাইড দিতে দেরি হওয়ায় আমাকে চড়-থাপ্পড়, কিল-ঘুসি মেরে জখম করে এবং খুন জখমের হুমকি দেয়।
ইজিবাইক সমিতির নেতা ইসমাইল সিকদার গত রাতে বলেন, আমাদের একজন ইজিবাইক চালককে মারপিট করা হয়েছে। তার অপরাধ কি ? কোন অপরাধে তাকে মারা হলো ? আমরা এর বিচার চায়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন জেলা যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবিরের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আমরা আইগত ব্যবস্থা গ্রহণ করবো।