ক্রীড়া ডেস্ক
০৯-০২-২০২০, দিনটি বাংলাদেশ ও বাংলাদেশের ক্রিকেটপ্রেমিদের কাছে চিরস্মরণীয়। এই দিন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল আকবর-হৃদয়রা। দক্ষিণ আফ্রিকার মাটিতে সবার উচুঁতে উড়িয়ে ছিল লাল-সবুজের পতাকা। এনে দিয়েছিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য।
তিন বছর আগে আজকের দিনে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বৈশ্বিক শিরোপা জিতেছিল বাংলাদেশের কোনো ক্রিকেট দল। সেই দলের চারজন দাপিয়ে বেড়াচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটে। আর অন্যদের প্রায় সবাই খেলছেন ঘরোয়া ক্রিকেটের শীর্ষ পর্যায়ে।
বিশ্বজয়ীদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সবার আগে অভিষেক হয় শরিফুল ইসলামের। ক্রিকেটের তিন ফরম্যাটেই অভিষেক হয়েছে তার। শরিফুল ছাড়া টেস্টে অভিষেক হয়েছে মাহমুদুল হাসান জয়ের। অভিষেকে শূন্য রানে আউট হলেও দক্ষিণ আফ্রিকা সফরে দুর্দান্ত একটি সেঞ্চুরি করেছিলেন এই ওপেনার।
অন্য দুজন হলেন শামীম হোসেন পাটওয়ারী ও পারভেজ হোসেন ইমন। সেই দলের অধিনায়ক আকবর আলী, একবার ডাক পেয়েছিলেন জাতীয় দলে। জাতীয় লিগে রংপুর, বিসিএলে উত্তরাঞ্চলকে নেতৃত্ব দিচ্ছেন আকবর, সর্বশেষ তার অধিনায়কত্বে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডের শিরোপা জিতেছে উত্তরাঞ্চল। এবারের বিপিএলে খেলছেন মাশরাফীর সিলেট স্ট্রাইকার্সের হয়ে।
২০২০ বিশ্বকাপজয়ী দলের তিনজন বাঁহাতি স্পিনার রকিবুল হাসান, পেসার তানজিম হাসান সাকিব ও ব্যাটার প্রান্তিক নওরোজ ছিলেন পরের বিশ্বকাপের দলেও। রকিবুল এবারের বিপিএলে খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। আর লম্বা চোট কাটিয়ে ফেরা তানজিম সাকিব খেলছেন সিলেটের জার্সিতে। সর্বশেষ জাতীয় লিগ দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় প্রান্তিকের।
সেই দলের তৌহিদ হৃদয় সাড়া জাগিয়েছেন এবারের বিপিএলে। সেই দলের বাঁহাতি স্পিনার হাসান মুরাদ সবচেয়ে কম ম্যাচে (২০) প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন।
তবে চোট থেকে সেরে ওঠা তানজিদ হাসান সুযোগ পাননি বিপিএলে। পেসার শাহীন আলম নিয়মিত ভাবে খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগ ও জাতীয় লিগে।
দুর্দান্ত খেলছেন পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। বিপিএলের আগের আসলে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে বেশ আলোড়নই তুলেছিলেন তিনি। তবে এবার সেই পারফরম্যান্সটা ধরে রাখতে পারেননি বাঁহাতি এই পেসার।
আরও পড়ুন: ইনজুরি কাটিয়ে অনুশীলনে এনকুকু