নিজস্ব প্রতিবেদক
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুব মহিলা লীগ যশোর শাখার উদ্যোগে প্রস্ততি মূলক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে শহরের গাড়িখানায় এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি মীর্জা রাফিয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক মাসুমা আক্তার পলি, যুব মহিলা কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী তানবিন হক অরিণ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা অনু, কার্যনির্বাহী কমিটির সদস্য তামান্না পারভীন সুমি, আরজু পলি ও শারমিন হোসেন।
প্রধান অতিথি শারমিন সুলতানা লিলি বর্তমান সরকারে বিভিন্ন উন্নয়ন কর্মকা- তুলে ধরে বলেন, বর্তমান সরকারের আমলে নারীর ক্ষমতায়ন অত্যন্ত আশাব্যাঞ্জক। নারীর ক্ষমতায়নের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন সম্ভব। বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে অপরিসীম কাজ করছে। আর নারীদের উন্নয়ন হলে দেশের সামগ্রিক উন্নয়ন তরান্বিত হবে। তাই দেশের উন্নয়নে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বক্তারা বলেন, শেখ হাসিনা মমতাময়ী মা, মানবতার নেত্রী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, নৌকা হলো বাংলাদেশের জনগনের উন্নয়নের প্রতীক। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে মানুষের কল্যাণে কাজ করে। কোন অবস্থায় স্বাধীনতা বিরোধীদের সুযোগ দেওয়া যাবে না। মহিলাদের জাগ্রত হতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হলে সকলকে একযোগে কাজ করতে হবে। এসময় জেলা, উপজেলা ও শহর যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ-সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা আলম সালমা।