ক্রীড়া ডেস্ক
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে আজ মাঠে নামছে বাংলাদেশ। আয়ারল্যান্ডকে হারালেই নিশ্চিত হবে টাইগারদের সিরিজ জয়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
এমন ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং। ফলে সিরিজ জয়ের লক্ষ্যে আগে ব্যাট করবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে একাদশে কোনো পরিবর্তন ছাড়াই নামছে টাইগাররা।
আগের ম্যাচে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়েছিলেন রনি তালুকদার। ফলে তার খেলা নিয়ে কিছুটা শঙ্কা দেখা দেয়। তবে যথারীতি একাদশে আছেন তিনি। অবশ্য আয়ারল্যান্ড একাদশে এসেছে এক পরিবর্তন। ক্রেইগ ইয়ংয়ের জায়গায় দলে ঢুকেছেন ফিওন হ্যান্ড।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ।
আয়ারল্যান্ড দল: পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক আদায়ার, রস আদায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ফিওন হ্যান্ড।
আরও পড়ুন:যে মন্ত্রে সফল বাংলাদেশ