নিজস্ব প্রতিবেদক
যশোরে যৌতুক দাবিতে মারপিটের অভিযোগে ইকরামুল হক তুহিন নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগী লিমা খাতুন স্বামী ও ননদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন। লিমা খাতুন শহরের নীলগঞ্জ সুপারীবাগান এলাকার বাসিন্দা। আসামি তুহিন শহরের বকচর এলাকার নুরুল হকের ছেলে। এই মামলার পলাতক আসামি তুহিনের বোন মিনু।
লিমা খাতুন মামলায় উল্লেখ করেছেন, তার আগের সংসার নষ্ট করে ২০২৩ সালের ৭ ডিসেম্বর ১৫ লাখ টাকা দেনমোহরে তুহিন বিয়ে করেন। এরপর থেকে তার আগের স্বামীর ঘরে জন্ম নেয়া সাত বছরের মেয়ে নিয়ে তুহিনের সাথে ঘর সংসার করে আসছিলেন। এরই মধ্যে তুহিন তার ভরণ পোষন দেয়া বন্ধ করে দেয়। যৌতুক দাবি করে তাকে মারপিট শুরু করে এবং খুন জখমের হুমকি দেন। এক পর্যায় বাধ্য হয়ে পিত্রালয় থেকে দুই লাখ টাকা এনে দেন। তারপর আরও দুই লাখ টাকা দাবি করেন তুহিন। টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে গত ২৫ মে বিকেলে ননদ মিনু খাতুনের উস্কানিতে তুহিন কাঠের লাঠি দিয়ে বেধড়ক মারপিট করেন। এসময় তার শরীরের বিভিন্ন স্থানে জখম হন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে তিনি কিছুটা সুস্থ হয়ে থানায় মামলা করেন।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই শরীফ আল মামুন বলেন, ঘটনার সত্যতা পেয়ে শনিবার মধ্যরাতে তুহিনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে রোববার আদালতে সোপর্দ করা হয়।
