নিজস্ব প্রতিবেদক :
মোটরসাইকেল যৌতুক না পেয়ে সেলিম রেজা নামে একজন তার স্ত্রী জোসনা আক্তার জুইকে (৩০) নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ঘোনা গ্রামের পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্বজনরা জানিয়েছেন, সদর উপজেলার নারাঙ্গালী গ্রামের আবুল কাশেমের মেয়ে জোসনা আক্তার জুই’র দুই বছর আগে বিয়ে হয় ঘোনা গ্রামের আইয়ূব আলীর ছেলে সেলিম রেজার সাথে। বিয়ের পর বিভিন্ন সময় দুই লক্ষাধিক টাকাসহ বিভিন্ন মালামাল যৌতুক হিসেবে দেয়া হয়। গত দেড় মাস ধরে সেলিম রেজা যৌতুক হিসেবে পালসার ব্যান্ডের মোটর সাইকেল দাবি করেন। জুই স্বামীকে জানিয়ে দেন তার পিতার পক্ষে মোটরসাইকেল যৌতুক দেয়া সম্ভব না। এতে সেলিম রেজা ক্ষুব্ধ হয়ে ওঠে। এরপর থেকে দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়।
জুই জানান, মোটরসাইকেল যৌতুক নিতে না পারার জেরে স্বামী সেলিম রেজা নানা অজুহাতে তার ওপর নির্যাতন করে। প্রায় দিন তাকে মারপিট করা হতো। শনিবার তাকে বেধড়ক মারপিট করে। পরে ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয়। প্রতিবেশী মাহবুর রহমান স্বপন নামে এক ব্যক্তি এই ঘটনার প্রতিবাদ করে বেকায়দায় পড়েছেন। সেলিম রেজা ওই ব্যক্তিকে (স্বপন) মামলায় ফাঁসানোর পায়তারা করছেন। স্বামীর শাস্তির দাবি করেছেন তিনি।
আবুল কাশেম জানান, তার জামাই সেলিম রেজা একজন যৌতুক লোভী। যৌতুক না পেয়ে তার মেয়েকে নির্যাতন করে তাড়িয়ে দিয়েছে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।