নিজস্ব প্রতিবেদক
জান্নাতুল ফেরদৌস রূপার বিরুদ্ধে যশোর আদালতে যৌতুক মামলা করেছেন তার স্বামী আব্দুল মান্নান। আট শতক জমিসহ দোতলা বাড়ি লিখে না দেয়ায় রূপা স্বর্ণ ও টাকা নিয়ে অন্যত্র চলে যান রূপ। মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে গতকাল বৃহস্পতিবার আদালতে মামলা করেছেন তার স্বামী সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের আব্দুল মান্নান।
বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন। আসামি জান্নাতুল ফেরদৌস রূপা একই উপজেলার ফতেপুর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের পঞ্চনন রায়ের মেয়ে।
মামলার বিবরণে জানা গেছে, আব্দুল মান্নান পেশায় একজন ঠিকাদার। জান্নাতুল ফেরদৌস রূপা তার দ্বিতীয় স্ত্রী। ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি আব্দুল মান্নান মুসলিম শরিয়াত অনুযায়ি রূপাকে বিয়ে করেন। রূপা প্রায়ই সময় মান্নানের আরবপুরে থাকা ৮ শতক জমির উপর দোতলা বাড়ি লিখে দেয়ার জন্য চাপ দিতে থাকে। আব্দুল মান্নান রাজি না হওয়ায় সংসারে অশান্তি শুরু করেন রূপা। ২০২৪ সালের ৭ জুলাই আব্দুল মান্নান ঠিকাদারি কাজ দেখতে যাওয়ায় বাড়িতে ছিলেন না। এদিন রূপা বাড়ি থেকে নগদ সাড়ে ৬ লাখ টাকা, ২২ ভরি সোনা, ৩৫ ভরি রূপার গহনা, একটি মোবাইল ফোন ও একটি ব্যাম করা মেশিন নিয়ে চলে যায়। আব্দুল মান্নান বাড়ি ফিরে তার স্ত্রীকে না পেয়ে ও ঘরের মালামাল এলোমেলো দেখে সন্দেহ হয়। পরে তিনি স্ত্রীর সাথে যোগযোগ করে জানতে পারেন যৌতুক হিসেবে বাড়ি লিখে না দেয়ায় তিনি এসব নিয়ে চলে গেছেন। রূপাকে বাড়ি ফিরে সংসার করার অনুরোধ করা হলেও তিনি অস্বীকার করে। আব্দুল মান্নান নিরুপায় হয়ে ওই বছরের ১০ জুলাই সাক্ষীদের মাধ্যমে বিষয়টি মিমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এই মামলাটি করেছেন।