নেংগুড়াহাট (মণিরামপুর) প্রতিনিধি: মণিরামপুর উপজেলার নেংগুড়াহাট এলাকায় ত্রিপুরাপুর রইচ উদ্দিন দাখিল মাদ্রাসায় তৃতীয়বারের মত ম্যানিজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চালুয়াহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম মিলন। নির্বাচিত অভিভাবক সদস্যসহ অন্যান্য সদস্যরা তাকে তৃতীয় বারের মত ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করেছেন।
নতুন কমিটির অন্যান্য সদস্য সহ সভাপতি শহিদুল ইসলাম মিলনকে মাদ্রাসা কর্তৃপক্ষসহ স্থানীয়রা বুধবার সকালে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন। কমিটির সদস্য সচিব হলেন সুপার মাওলানা আবুল হাসান। অন্যান্যরা হলেন, অভিভাবক সদস্য ইউনুচ আলী, আবুজান আলী, আজিজুর রহমান, রোকনুজ্জামান ও সংরক্ষিত সদস্য রোজিনা আক্তার, প্রতিষ্ঠাতা সদস্য আবুল হোসেন মোড়ল, দাতা সদস্য মোস্তাফিজুর রহমান, শিক্ষক প্রতিনিধি আব্দুল বারী, নুর ইসলাম ও হোসনেয়ারা বেগম।