রায়হান সিদ্দিক: রঙিন মাছ চাষে রঙিন স্বপ্ন বুনেছেন আমিনুর ইসলাম। যারা একটু সৌখিন তারা নিজেদের বাসা বাড়িতে শোভা বাড়াতে অ্যাকুরিয়ামে রঙিন মাছ পালন করে থাকেন। এই মাছ অবশ্য আমদানি নির্ভর। তবে আশার কথা হলো বর্তমানে দেশেই উৎপাদন হচ্ছে এই রঙিন মাছ। আর তাও আবার যশোরে। তাই রঙিন মাছ চাষের মাধ্যমে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় বাজার সৃষ্টিতে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে । আমিনুরের বাড়ি যশোর শহরের পুরাতনকসবা কাজীপাড়ায়।
গোল্ডফিস, কমেট, গাপ্পিসহ বিদেশিজাতের বাহারি সব মাছের বাণিজ্যিক চাষ শুরু করছেন আমিনুর। ইতোমধ্যে তার খামারে কর্মসংস্থান হয়েছে কয়েকটি পরিবারের। পাশাপাশি অনেকেই এই রঙিন মাছ চাষ বাণিজ্যিকভাবে শুরুর জন্য তার কাছে পরামর্শের জন্য আসছেন।
সখ থেকে আজ তার এই ব্যবসা স্বপ্নে পরিণত হয়েছে। দু’বছর আগে সখের বশে কিছু রঙিন মাছ নিয়ে আসেন তিনি। পরবর্তীতে তার পরিচিত এক ভাইয়ের সহযোগীতায় সখকে স্বপ্নে রূপান্তর করেছেন। নিজের ইচ্ছা শক্তি ও কঠোর পরিশ্রমে আজ তিনি সফলতার দ্বারপ্রান্তে। রঙিন মাছ চাষ করে উৎপাদন বাড়ানোর মাধ্যমে সারাদেশেই ছড়িয়ে দেয়ার লক্ষ্যে কাজ করছেন তিনি। রঙিন মাছের চাহিদা ও দাম ভাল থাকায় লাভবান হওয়ার পাশাপাশি চলতি বছরে ১৫ লাখ রঙিন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তিনি।
এই প্রসঙ্গে আমিনুর বলেন, দু’বছর আগে সখের বশে কিছু রঙিন মাছ কিনে অ্যাকুরিয়ামে রাখি। তখন একটা ওষুধ কোম্পানিতে চাকরি করতাম। করোনার কারনে চাকরি চলে যায়। সেই সময় পরিচিত এক ভাইয়ের সহযোগীতায় ও পরামর্শে রঙিন মাছ চাষের সিদ্ধান্ত নেই। তখন আর্থিক অবস্থা ভালো না থাকায় তিনি তার নিজস্ব বাসভবনে জায়গা ও অর্থ দিয়ে সহযোগীতা করেন। এখন সেই জায়গায় ছোট বড় ১৭টি অ্যাকুরিয়ামে রঙিন মাছ চাষ হচ্ছে। এখানে ছয় রকমের প্রায় লক্ষাধিক রঙিন মাছ উৎপাদন করেছি। এখন বাজারজাতের পালা। শহরের প্রায় সব অ্যাকুরিয়ামের দোকানে কথা বলেছি। তারা দূর দূরান্ত থেকে মাছ সংগ্রহ করেন। এতে তাদের ব্যয় বেশি পড়ে। এ কারণে আমার কাছ থেকে মাছ সংগ্রহের আশ্বাস দিয়েছেন।
তিনি আরও জানান, যশোরসহ সারা দেশে রঙিন মাছের ব্যাপক চাহিদা। ইতোমধ্যে বেশ কিছু বড় অর্ডারও পেয়েছি। তাছাড়া রঙিন মাছ চাষ করে বর্তমানে অনেকেই সফল হয়েছেন। তাই আমিও এই মাছ চাষে রঙিন স্বপন দেখছি।
উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা জানান, শুধু দেশে নয়, বিদেশেও এ সব মাছের বেশ চাহিদা রয়েছে। জেলা মৎস্য বিভাগ নতুন উদ্যোক্তাদের বিভিন্ন পরামর্শমূলক সেবাসহ অন্যন্য সহযোগিতা দিচ্ছে।