নিজস্ব প্রতিবেদক
যশোরের বাঘারপাড়ায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালক রবিউল ইসলাম। শনিবার (২৫ মে) ভোরে যশোর-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল ইসলাম সাতক্ষীরার দেবহাটার গাজীরহাট গ্রামের ফটিক আলীর ছেলে।
ফায়ার সার্ভিস যশোরের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, রড বোঝাই ট্রাকটি (যশোর ট ১১-৬০৫১) চট্টগ্রাম থেকে যশোর যাচ্ছিলো। পথিমধ্যে সকালে বাঘারপাড়ার ভাটার আমতলা এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পথচারীদের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজে অংশ নেয়। তারা ট্রাকের নিচ থেকে অচেতন অবস্থায় রবিউল ইসলাম নামে একজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এছাড়া আজিজুল নামে একজনের মরদেহ গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয়।
খাজুরা পুলিশ ক্যাম্প ইনচার্জ অভিজিৎ সিংহ রায় বলেন, ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। একজনকে ফায়ার সার্ভিস উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে, অপর জনকে করে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি হেলপার চালাচ্ছিলেন।