নিজস্ব প্রতিবেদক
আন্তজার্তিক মা দিবসে রত্মগর্ভা মায়েদের সম্মাননা জানাবে সাংস্কৃতিক সংগঠন শেকড় যশোর। এজন্য রত্নগর্ভা মায়ের সন্ধান চেয়েছে প্রতিষ্ঠানটি। আগামী ৩০ এপ্রিলের মধ্যে রত্নগর্ভা মায়েদের সন্ধান ও তাদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
মা ছোট্ট একটি শব্দ। অথচ কি বিশাল তাঁর দায়িত্ব। একজন সুশিক্ষিত ন্যায়-পরায়ণ দেশপ্রেমিক সন্তান দেশের জন্য যেমন রত্ন, ঠিক তেমনি সেই রত্ন যিনি জন্ম দেন, লালন-পালন করে গড়ে তোলেন প্রকৃত অর্থে তিনিই রত্নগর্ভা মা। সন্তানকে সফল মানুষ হিসেবে গড়ে তোলার অন্যতম কারিগর হলেন মা। সন্তানকে সত্যিকারের ও সফল মানুষ হিসেবে গড়ে তোলার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালনকারী সফল মায়েদের সন্ধান চেয়েছেন শেকড় যশোর। যোগাযোগ : সাধারণ সম্পাদক শেকড় যশোর। মোবাইল ০১৭১৭-৫১০৫০২।