সাতক্ষীরা জেলা প্রতিনিধি
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় শীতার্ত অসহায় ও গরিব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার বেলা ১১টায় শহরের মেহেদী সুপার মার্কেটের সামনে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক কণ্ঠশিল্পী শামীমা পারভীন রত্নার এই শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
মাছখোলা, ইটাগাছা, বদ্দীপুর কলোনী ও মধুমাল্লারডাঙ্গীর ৩ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন-সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, শওকত হোসেন, ব্যবসায়ী মেহেদী হাসান রনি, বর্ণমালা একাডেমির সাধারণ সম্পাদক ও নৃত্য প্রশিক্ষক নাহিদা পারভীন পান্না প্রমুখ।