কল্যাণ ডেস্ক
আসন্ন রমজান মাসে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সময়সূচি অনুযায়ী, রোজায় সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলারে জারি করা হয়েছে।
তবে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কাজ গোছাতে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে। বর্তমানে সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত ব্যাংকের লেনদেন হয়। আর ব্যাংক খোলা থাকে বিকেল ৫টা পর্যন্ত।
সাধারণভাবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকের লেনদেন এবং সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংক খোলা থাকে। তবে ডলার সঙ্কটের এ সময়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি সিদ্ধান্তের আলোকে গত বছরের শেষভাগে ব্যাংকের অফিস সময় এক ঘণ্টা কমানো হয়।
আরও পড়ুন: হাই-ভ্যালু পোশাকের জন্য বাংলাদেশের দিকে ঝুঁকছে বিলাসবহুল ব্র্যান্ডগুলো
১ Comment
Pingback: রোজায় শেয়ারবাজারে লেনদেন সময় কমলো