নিজস্ব প্রতিবেদক
পবিত্র মাহে রমজানে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছে যশোর নগর যুবদল। বুধবার বেলা ১১ টায় শহরের বারান্দীপাড়া শতদল প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
এসময় তিনি বলেন, পবিত্র রমজান মাসে বিশ্বের অন্যান্য দেশে সরকারি ভাবে সকল প্রকার খাদ্য ও নিত্য পণ্যের দাম কমানো হয়। অথচ বাংলাদেশে সরকারি পৃষ্ঠপোষকতায় একটি সিন্ডিকেট রমজানকে কেন্দ্র সকল প্রকার খাদ্য সামগ্রীর দাম বাড়িয়েছে। যে কারণে পবিত্র রমজান মাসেও জনগণ সীমাহীন কষ্টের মধ্য দিয়ে দিনাতিপাত করছে। এ ক্ষেত্রে সরকারের কোন মাথা ব্যাথা নেই। আমরা সকল অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন বৈষম্যের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছি। লড়াইয়ের ময়দানে থেকে এই অগণতান্ত্রিক সরকারকে হটিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বকারী সরকার প্রতিষ্ঠা না হওয়া লড়াই অব্যাহত থাকবে।
পরে অনিন্দ্য ইসলাম অমিত পৌরসভা এক নাম্বার ওয়ার্ডের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, সহ-সভাপতি সাইদুর রহমান বিপুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, যুবদল নেতা তারেক হাসান, জাহিদ হোসেন প্রমুখ।