নিজস্ব প্রতিবেদক
যশোরে রমজান আলী হত্যা ও অস্ত্র মামলার ৬ আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এই আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার মজিবর ওরফে জাহাঙ্গীরের ছেলে রাজা ওরফে পিচ্চি রাজা, একই এলাকার কানা বাসারের ছেলে তুহিন, আব্দুল কুদ্দুসের ছেলে ইবাদুল, হাফিজুর রহমানের ছেলে ইয়াছিন, চাঁচড়া রায়পাড়া ইসমাইল কলোনীর মৃত শাহ আলমের ছেলে শাওন ওরফে পটকে শাওন ও বেজপাড়া টিবি ক্লিনিকত এলাকার কানা বাবুর ছেলে ট্যাটু সুমন।
উল্লেখ্য, ৮ মার্চ রাতে যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার ৩২ মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী রমজান আলীকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এই ঘটনায় ৯ মার্চ নিহত রমজানের মা রেখা খাতুনের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামির সংখ্যা ১৩ জন। এই মামলায় ৫ আসামিকে ৫দিন করে আদালতে রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই কামাল হোসেন। গতকাল শুনানি শেষে বিচারক তাদের প্রত্যেককে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
এছাড়া এই হত্যাকাণ্ডের প্রধান আসামি পিচ্চি রাজাকে অস্ত্রসহ আটকের ঘটনায় পুলিশ পৃথক একটি মামলা করে। ওই অস্ত্র মামলায় তদন্ত কর্মকর্তা পিচ্চি রাজাকে ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। বিচারক তাকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।