কল্যাণ ডেস্ক: রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে প্রশিক্ষণের সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে প্রশিক্ষণ চলাকালে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- পুলিশ কনস্টেবল মিনু আরা, সমুন খান ও অভি বড়ূয়া। মিনু কাঁধে, সুমন বাম পায়ে ও অভি ডান হাতে আঘাত পেয়েছেন।
রাঙামাটি বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল প্রশিক্ষণ কেন্দ্রের পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, সিএমপি থেকে প্রশিক্ষণ নিতে আসা তিন পুলিশ কনস্টেবল আহত হয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে। তারা এখন সুস্থ আছেন।
কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী জানান, প্রশিক্ষণের ফায়ারিং চলার সময় গরমে মিনু মাথা ঘুরে পড়ে যান। এতে তিনিসহ আরও দুই কনস্টেবল আহত হন। তাদের চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে।
আরও পড়ুন: কলাক্ষেতে পড়েছিল যুবকের মুখ বাঁধা মরদেহ
