নিজস্ব প্রতিবেদক :
স্বেচ্ছাসেবী সংগঠন রাঙা প্রভাত যুবকল্যাণ সংস্থার নিজ কার্যালে বাৎসরিক সাধারণ সভায় দুই বছরের জন্য নয় সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। সভায় সংগঠনের সকল স্তরের সদস্যদের উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে শরীফ এ মাস্উদ হিমেল, কো-চেয়ারম্যান পদে তসিকুর রহমান রাসেল, সেক্রেটারি পদে সাইফুর রহমান বাবু, জয়েন্ট সেক্রেটারি পদে আসলাম হোসেন, অর্গানাইজিং সেক্রেটারি পদে তৌফিক রাব্বি বর্ষণ ও আরিফ হোসেন, কোষাধ্যক্ষ পদে কাজী রাজিবুর রহমান এবং সদস্য পদে শহিদুল ইসলাম রিপন ও রিপন সরকার নির্বাচিত হয়েছেন।
সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যশোর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলকে মনোনীত করা হয়। উপদেষ্টা পরিষদে নির্বাচিত হয়েছেন রাঙা প্রভাত সমাজকল্যাণ সংস্থার সাবেক সভাপতি ও যশোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, দৈনিক কল্যাণের ভারপ্রাপ্ত সম্পাদক এহসান উদ-দৌলা মিথুন, সমাজকর্মী আবু শাহরিয়াদ মিতুল, কামরুল হাসান রিপন এবং কবি গাজী শহিদুল ইসলাম।