নেংগুড়াহাট প্রতিনিধি
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে সম্প্রতি দুটি চুরির ঘটনা ঘটেছে। গত ৫ এপ্রিল রাতে রাজগঞ্জের মোবারকপুর শেখপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের গোয়াল ঘরের তালা ভেঙ্গে চোরেরা পঞ্চাশ হাজার টাকা মূল্যের একটি এঁড়ে গরু চুরি করে নিয়ে গেছে।
পরদিন ৬ এপ্রিল সকাল ১০টার দিকে রাজগঞ্জ বাজারের চাল পট্টি থেকে মোবারকপুর ঋষিপাড়ার সন্তোষ দাসের একটি মোটর চালিত ভ্যান চুরি হয়। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। ভ্যান মালিক সন্তোষ জানান, উল্লেখিত স্থানে ভ্যানটি তালা দিয়ে রেখে পাশেই প্রয়োজনীয় কাজ শেষে ১০/১৫ মিনিট পরে এসে ভ্যানটি পাওয়া যায়নি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে তালা ভেঙ্গে চোর ভ্যানটি চুরি করে নিয়ে যায়।
উভয় ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কোন অভিযোগ দায়ের হয়নি।