নেংগুড়াহাট প্রতিনিধি
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪ জন কমবেশি আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে পুলেরহাট-রাজগঞ্জ সড়কের হানুয়ার গ্রামে।
যশোর থেকে ছেড়ে আসা সীমান্ত পরিবহনের টাঙ্গাইল জ-০৪০১৫৮ নম্বরের একটি যাত্রীবাহী বাস রাজগঞ্জে আসার পথে হানুয়ার গ্রামের মানিকগঞ্জ ঈদগাহর কাছে পৌছালে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে নারী, পুরুষ ও শিশুসহ কমপক্ষে ১৪জন আহত হন। আহতদের দ্রুত রাজগঞ্জের বিভিন্ন কিনিকে ভর্তির পর ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। মারাত্মক আহত দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, কলারোয়া উপজেলার খোলশি গ্রামের মনিরুল ইসলাম (৪৫), তার ৬ বছরের ছেলে হুসাইন, ঝাঁপা গ্রামের সাইফুল ইসলাম (৫০), মোশারফ হোসেন (৫৫), ষোলখাদা গ্রামের সফিয়ার রহমান (৪০), মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের প্রবাসীর স্ত্রী পারভীনা বেগম (২৫), চাকলা গ্রামের মিজানুর রহমান (৩৫), যশোর সদরের রেলগেট এলাকার সাইদুর রহমান (৩৪), কেশবপুরের ত্রিমোহনী এলাকার শুকুর আলী (৬৫) ও বাস চালক সুলতান (৬০)।