নেংগুড়াহাট প্রতিনিধি
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে কাগজপত্রবিহীন ৫ টি মামলাসহ ২০ টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত বাজারের বিভিন্ন মোড়ে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল জব্দ করেন যশোর ট্রাফিক পুলিশ।
যশোর ট্রাফিক পুলিশের টিএসআই সাইফুল ইসলামের নেতৃত্বে এটিএসআই জাফরসহ কনস্টেবল আলামিন এই অভিযানে অংশ নেন। জব্দকৃত মোটরসাইকেল রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করা হয়েছে।
