নেংগুড়াহাট (মণিরামপুর) প্রতিনিধি
মঙ্গলবার রাতে গভীর রাতে টিনের চাল কেটে ও দেয়াল ভেঙ্গে প্রায় সাড়ে ৫ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে চোরচক্র। মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। বাজারের চৌরাস্তা মোড় সংলগ্ন সানজিদা কসমেটিক এন্ড বিকাশের দোকান থেকে নগদ ৪ লাখ টাকা ও সাথী ড্রাগ হাউজ থেকে নগদ দেড় লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ দোকান দুটি পরিদর্শন করেছেন।
সানজিদা কসমেটিক এন্ড বিকাশ দোকানের মালিক রাশিদুল ইসলাম জানান, দোকানের ক্যাশ ড্রয়ে ৪ লাখের কিছু বেশি টাকা ছিল। চোরচক্র দোকান ঘরের দেয়াল ভেঙ্গে ভিতরে ঢুকে সব টাকা নিয়ে গেছে। দোকান প্রচুর মালামাল রয়েছে। চোরেরা কোন মালামাল নিয়ে গেছে কি না তা এখন বুঝতে পারছি না।
সাথী ড্রাগ হাউজের মালিক আসাদ বলেন, বাজার নিয়ন্ত্রণে সমস্যা রয়েছে। নাইটগার্ডের কারণে চুরি হয়েছে। কারণ একটা ঘরের টিন কাটলে অবশ্যই শব্দ হবে। কিন্তু সেই শব্দ নাইট গার্ডরা শুনতে পায়নি। তাই আমিও ধারণা করছি চুরির সাথে নাইট গার্ডরা জড়িত রয়েছে।
এবিষয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক বানী ইসরাইল বলেন, চুরির বিষয় জানতে পেরে ঘটনাস্থান পরিদর্শন করেছি। বিষয়টি উদঘাটনের জোর প্রচেষ্টা চলছে।