কল্যাণ ডেস্ক
রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আজ রোববার বিকেল সাড়ে ৪টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। তিনি বলেন, আগুন ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সালাম মিয়া জানান, প্রথমে বস্তির একটি ঘর থেকে আগুন লাগে। পরে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। অনেক দূর থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে।
আরও পড়ুন: জেল থেকে বেরিয়ে ১২ মোবাইল ছিনতাই, ভাগাভাগির দ্বন্দ্বে খুন ফারুক
১ Comment
Pingback: অবৈধ সম্পদ অর্জনে সরকারি কর্মকর্তার ১২ বছরের কারাদণ্ড