নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের সংগঠক, গণপরিষদ সদস্য ও প্রখ্যাত রাজনীতিক অ্যাডভোকেট মোশাররফ হোসেনের ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৪ সালের এই দিনে নিজ বাসভবনে দুর্বৃত্তের গুলিতে মৃত্যুবরণ করেন তিনি।
প্রয়াতের মৃত্যুবার্ষিকীতে পারিবারিকভাবে তার কবর জিয়ারতসহ দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও পররর্তীতে জাসদের সহসভাপতি ছিলেন।
অবিভক্ত বাংলার কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ থেকে (সাবেক রিপন কলেজ) আইনশাস্ত্রে অধ্যয়ন করেন মোশাররফ হোসেন। পেশাগত জীবনে আইনজীবী হিসেবে যশোর বারে যোগ দেন । সক্রিয় হন আওয়ামী লীগের রাজনীতিতে। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ১৯৭০ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। কিন্তু মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দলীয় পরিমন্ডলে আদর্শিক দূরত্ব তৈরি হতে থাকে তার। এ সময় তাকে রাষ্ট্রদূত করার প্রস্তাব দেয়া হয়। কিন্তু তিনি নাকচ করে দেন। ১৯৭২ সালের ২২ সেপ্টেম্বর মোশাররফ হোসেন সংসদ থেকে পদত্যাগ করেন।