নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
যশোরের মণিরামপুরের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) এস এম ইয়াকুব আলী বলেছেন, ‘আমি রাজনীতি করতে আসিনি আপনাদের সেবক হতে এসেছি। আপনারা যে আশা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন আগামী পাঁচ বছরে আধুনিক মণিরামপুর গড়ে আপনাদের সেই আশা পূরণ করতে আমি জীবন দিয়ে চেষ্টা করে যাব’।
রোববার বিকেলে মণিরামপুর বাজারে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
৭ জানুয়ারির নির্বাচনে নৌকার প্রার্থী প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে ঈগল প্রতীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন ইয়াবুক আলী। এরপর ১০ জানুয়ারি সংসদ ভবনে শপথ নেন তিনি। শপথ শেষে বিমান যোগে রোববার সকালে যশোর বিমানবন্দরে আসলে বিপুল সংখ্যক কর্মী সমর্থক তাকে অভিবাদন জানান। পরে সড়ক যোগে মণিরামপুরে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।
ইয়াকুব আলী বলেন, দীর্ঘদিন আপনারা মাদক, দুর্নীতি ও চাঁদাবাজদের দ্বারায় অতিষ্ঠ ছিলেন। এসব বন্ধ করতে আপনারা আমাকে ভোট দিয়েছেন। কোন স্ট্যান্ডে বা বাজারে আর চাঁদাবাজি চলবে না। আমি সন্ত্রাস, দুর্নীতি আর চাঁদাবাজ মুক্ত একটি মণিরামপুর গড়তে চাই। এ জন্য আপনাদের সহযোগিতা লাগবে।
তিনি বলেন, মণিরামপুরে বিভিন্ন অফিসে দুর্নীতি হয়েছে। ঘুষ বাণিজ্য চলেছে। সেগুলো আর চলবে না। আগামী তিন মাসের মধ্যে সকল দপ্তরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে।
গেল বছরগুলোতে যারা বিভিন্ন কাজে টাকা পয়সা দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেগুলো আমাকে লিখে বা সরাসরি জানাবেন। আমি আপনাদের টাকা আদায়ের ব্যবস্থা করব।
নতুন এমপি বলেন, সৎ ও যোগ্য সভাপতি নির্বাচিত করে মণিরামপুরে সব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য বন্ধ করা হবে। ভবদহ পাড়ের মানুষ যে আশা নিয়ে আমাকে ভোট দিয়েছেন আপনাদের জলাবদ্ধতা নিরসন করা হবে। পূর্ব অঞ্চলে আর ঘের বাণিজ্য চলবে না। কর্মী সমর্থকদের উদ্দেশে এমপি ইয়াকুব আলী বলেছেন, আপনারা যে ভালবাসা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন সেটা ধরে রাখতে চাই। কেউ মারামারিতে জড়াবেন না। তাহলে সে ভালবাসা আর থাকবে না।
সংবর্ধনা অনুষ্ঠানে এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মজিদ, সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, সন্দ্বীপ ঘোষ, সাবেক কাউন্সিলর গৌর ঘোষ, যুবলীগ নেতা সম আলাউদ্দিন, কৃষকলীগ নেতা আবুল হোসেন, কাউন্সিলর আদম আলী, বাবুল আক্তার, আব্দুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।