নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের দূর্লভ তথ্যচিত্র নিয়ে চালু হয়েছে “শেখ হাসিনা আর্কাইভ ওয়েব অ্যাপ বিলবোর্ড”। আজ বৃহস্পতিবার দুপুরে যশোর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে এ ওয়েব অ্যাপের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মূলত টেকনোলজি ও ইতিহাসকে এক সুতোয় বাঁধতেই এই উদ্যোগ। ডিজিটাল লাইব্রেরি ফরম্যাটে শেখ হাসিনার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের বিষয়ে তুলে ধরা হয়েছে ওয়েব এই অ্যাপটিতে। যার বাস্তবায়ন করেছে যশোর জেলা ছাত্রলীগ। আর নির্মাতা প্রতিষ্ঠান শেখ নাঈম ইনিশিয়েটিভস।
নির্মাতা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানিয়েছেন, “শেখ হাসিনা আর্কাইভ ওয়েব অ্যাপ বিলবোর্ড” মূলত “অগমেন্টেড রিয়্যালিটি” প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৈরি করা এক বিশেষ আর্কাইভ। ৮ফিট বাই ৬ ফিট চার কোনা বিলবোর্ড আকৃতির এই ওয়েব অ্যাপে যেখানে শেখ হাসিনার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের বিষয়ে তুলে ধরা হয়েছে। শেখ হাসিনার জীবনের রাজনৈতিক পারিবারিক ঘটনা, রাজনৈতিক কর্মকান্ডের ঐতিহাসিক বিভিন্ন বক্তব্য চিত্র লিংক আকারে তুলে ধরা হয়েছে। খালি চোখে এটি কেবলই একটি বিলবোর্ড হলেও, ত্রিমাত্রিক ইমেজ ট্র্যাকিং ও ইমেজ প্রোসেসিং প্রযুক্তির দ্বারা বিলবোর্ডটি স্মার্ট মোবাইলের ক্যামেরায় ধরা দেয় শেখ হাসিনার উল্লেখযোগ্য ও দূর্লভ কিছু তথ্যচিত্র নিয়ে। চীন-জাপান তথা পার্শ্ববর্তী দেশ ভারতেও এই প্রযুক্তির ব্যবহারে প্রসার ঘটলেও বাংলাদেশে এর ব্যবহার অনেক কম। নির্মাতা টিমের আর্কাইভটি ডেভেলপ করতে সময় লেগেছে ২ মাসের মতো। শেখ হাসিনা আর্কাইভ ওয়েব অ্যাপ বিলবোর্ডটি যশোরের আওয়ামী লীগের দলীয় কার্যালয় ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, শহরের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হবে। এর পর যেকোন ব্যক্তি তার স্মার্ট ফোন দিয়ে এই বোর্ডের উপর কিউআর কোড স্কান করলেই ধরা দিবে শেখ হাসিনার উল্লেখযোগ্য ও দূর্লভ কিছু তথ্যচিত্র।
শেখ নাঈম ইনিশিয়েটিভসের প্রধান নির্বাহী শেখ নাঈম হাসান মুন বলেন, ‘ব্যক্তি-প্রতিষ্ঠান নির্বিশেষে সবাই বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে কিছু না কিছু করবার চেষ্টা করেন। কিছু না পারলেও অন্তত ফেইসবুক পোস্ট করেন। একজন টেকপ্রেমী মানুষ হিসেবে আমিও আমার জায়গা থেকে ততটুকুই করেছি৷ উন্নত দেশগুলোতে এআর বা অগমেন্টেড রিয়্যালিটি বেশ পরিচিত প্রযুক্তি হলেও বাংলাদেশে এ নিয়ে তেমন একটা কাজ হয়না। তাই আমার ইচ্ছে ছিল আমার নেত্রীর জন্মদিনে তার জীবনের বিভিন্ন অধ্যায়কে ঘিরে একটি পরিপূর্ণ আর্কাইভ তৈরি করা। পরিকল্পনা অনেক দিনের হলেও গত দুইমাসে আমরা গোটা আর্কাইভটি তৈরি করি৷ মূলত টেকনোলজি ও ইতিহাসকে এক সুতোয় বাঁধতেই এই উদ্যোগ। ডিজিটাল লাইব্রেরি ফরম্যাটে শেখ হাসিনার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের বিষয়ে তুলে ধরা হয়েছে ওয়েব এই অ্যাপটিতে। এটি আমরা পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে দেওয়া উদ্যোগ নিচ্ছি। আমার সাথে আরো ৩ জন ভলেন্টিয়ার কাজ করেছে আকিবুজ্জামান, ইফাজ ও বিপ্লব।
যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস বলেন, শেখ হাসিনার হাত ধরে ডিজিটাল হয়েছিলো এই দেশ। আবার তার হাত ধরেই স্মার্ট বাংলাদেশ হওয়ার পথে। সেই স্মার্ট দেশে স্মার্ট সিটিজেনের অংশ হিসাবে জেলা ছাত্রলীগ এই উদ্যোগ নিয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জীবনী, লেখালেখি, বক্তব্য, প্রকাশনা, তাঁর ওপর নির্মিত ও লিখিত ডকুমেন্টারিসহ নানা তথ্য পাওয়া যাবে এখানে।
সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব বলেন, ‘তরুণ প্রজন্মসহ যশোরবাসীর কাছে শেখ হাসিনার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের বিষয়ে তুলে ধরা হবে এই ওয়েব অ্যাপ। সেই লক্ষে প্রথমে জেলা আওয়ামী লীগ কার্যালয় ছাড়াও পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়নসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে এই বিলবোর্ড বসানো হবে। শেখ হাসিনা আর্কাইভ ওয়েব অ্যাপ বিলবোর্ড উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাজু রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন হোসেনসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।