যশোর চেম্বারের ইফতার ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ১২ বছর পর যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা রাজনৈতিক কর্মীরা জনগণের দাবি আদায় করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি। রাজনৈতিক দর্শনের ভিন্নতার কারণে ব্যবসায়ীরা ক্ষতির শিকার হয়েছেন। আমরা সম্মিলিতভাবে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি। যে বাংলাদেশে ধর্মীয় বিশ্বাস কিংবা রাজনৈতিক দর্শনের ভিন্নতার কারণে কোন মানুষ ক্ষতিগ্রস্ত কিংবা অতিরিক্ত সুবিধা ভোগ করতে পারবে না। ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে সম্মিলিতভাবে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সম্পাদক তানভীরুল ইসলাম সোহান। দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমীন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. ইসহক, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা নাজমুল মুন্নি, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি সাজ্জাদুর রহমান সুজা, মনজুর হোসেন মুকুল, যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু, মকসেদ আলী, নির্বাহী সদস্য গোলাম রেজা দুলু, কাসেদুজ্জামান সেলিম, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার আহ্বায়ক রাশেদ খান প্রমুখ।