ঢাকা অফিস
বিএনপি ও তাদের সমমনা ৩২ দলের ‘যুগপৎ কর্মসূচি’ গণমিছিলকে কেন্দ্র করে রাজপথে আছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। কেন্দ্রের নির্দেশে কোথাও তারা অবস্থানে আছেন, কোথাও হচ্ছে সমাবেশ।
শুক্রবার সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন দলটির নেতা-কর্মীরা। শাহবাগ চত্বরে অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজিত সমাবেশে যোগ দেন আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা।
রাজধানীর শ্যামলী স্কয়ারের সামনে সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সমাবেশ থেকে বিএনপি নেতা-কর্মীদের সতর্ক করে বক্তব্য দিতে থাকেন নেতারা। সভাপতির বক্তব্যে শেখ বজলুর রহমান বলেন, ‘ফাটায়ালামু, উন্নয়নে বাধা দিলে, বাসে আগুন দিলে, উল্টাপাল্টা করলে ফাটাইয়া ফালামু।’
একই সময়ে মিরপুর ১০ নাম্বার গোলচত্বর ও যাত্রাবাড়ীতেও আওয়ামী লীগের সমাবেশ চলছে বলে খবর পাওয়া গেছে। এসব কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।