নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার যশোর সদরের রাজাপুর বিআরবি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। সহকারী জেলা শিক্ষা অফিসার জি এম জুলফিক্কার আব্দুল্লাহ’র সভাপতিত্বে মঙ্গলবার দুপুরে বিদ্যালয় সভাকক্ষে প্রধান অতিথির বক্তব্য শেষে শতাধিক শিক্ষার্থীর হাতে পোশাক তুলে দেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু।
তিনি বলেন, এই বিদ্যালয়ে ইতিমধ্যে চারতলা বিশিষ্ট ভবনের কাজ শুরু হয়েছে এবং এমপিওভুক্ত করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঠিকমত লেখাপড়া করতে হবে এবং শিক্ষকদেরও সঠিক ভূমিকা নিতে হবে।
এই সময় আরও বক্তব্য রাখেন এ্যাপেক্স ক্লাব অব যশোরের এ্যাডভোকেট আবুল কায়েস, অধ্যক্ষ তরিকুল ইসলাম, প্রেসিডেন্ট কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুন্সী মহিউদ্দিন, আবুল হোসেন, এস এম রবি সিদ্দিকী, কেরামত আলী মোল্ল্যা প্রমুখ।