রনি ইসলাম, রাজারহাট: যশোর সদরের রাজারহাট-কচুয়া ব্রিজটি ১৯৮০ সালে ভৈরব নদের উপর নির্মিত হয়। ব্রিজটি ব্যবহার করে কচুয়া, শীতেরামপুর, বেলেডাঙ্গা, হামিদপুর, রাজারহাটসহ আশেপাশের এলাকাবাসী। প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে ব্রিজটির উপর দিয়ে। কিন্তু ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় যে কোন সময় দুর্ঘটনার আশংকা প্রকাশ করেছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায় কয়েক বছর ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সড়ক বিভাগ প্রায় দুই বছর আগে ব্রিজটিকে চলাচলের অনুপযোগী ঘোষণা করে বিকল্প রাস্তা তৈরি করে। বিকল্প রাস্তা দিয়ে অল্প কিছুদিন মানুষ যাতায়াত করেছিলেন। কিন্তু এরপর আবারও সবাই সেই চলাচলের অনুপযোগী ব্রিজ দিয়ে যাতায়েত শুরু করেছে। ব্রিজটি চলাচলের অনুপযোগী হওয়ার পরেও মানুষ এবং যানবাহনের অবাধ যাতায়াতের কারণেড় আতংকিত হয়ে উঠেছেন এলাকাবাসী। মো. ইকবাল হোসেন বলেন, ব্রিজটি নিয়ে আমরা সবসময় ভয়ে থাকি। কখন না জানি ভেঙ্গে পড়ে। খুব শ্রীঘ্রই নতুন ব্রিজের কাজ শুরু হওয়ার কথা থাকলেও সেটা শুরু হয়নি। তাই কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি নতুন ব্রিজের কাজ যেন তাড়াতাড়ি শুরু করা হয়।
ইজিবাইক চালক রায়হান বলেন, ব্রিজটি চলাচলের জন্য বন্ধ ঘোষণা করে পাশে যে রাস্তাটা করা হয়েছে ওই রাস্তাটা দিয়েও যাওয়া যায় না। কারণ রাস্তাটা অনেক উঁচু-নিচু আর পানি হলে কাঁদা হয়। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর দাবি ব্রিজটি সংস্কারের কাজ যেন খুব শ্রীঘ্রই শুরু হয়।